শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: কোলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন একটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। এই স্টেশনের সামনের বড় রাস্তার পাশে জঞ্জাল জমে আছে। যার ফলে, এই অঞ্চলে ঘটে চলেছে ক্রমাগত পরিবেশ দূষণ। সেই সাথে ঘটছে দৃশ্যদূষণও।
বারবার কোলকাতা পুরসভাকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই, জমছে জঞ্জাল, বেহুঁশ পুরসভা। পুরসভার হুঁশ ফিরবে কবে? কবে? কবে?