রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ২৭সেপ্টেম্বর ২০২০, রবিবার দুপুরে চট্টগ্রামের জামাল খান রোডে সিনিয়র্স ক্লাবে স্বাস্থ্যবিধি মেনে সিটিজি সংবাদ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রতিনিধিরা প্রথম ধাপের এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ সময় সিটিজি সংবাদ ডট কম’র সম্পাদক ও প্রকাশক আবু তাহেরের সভাপতিত্বে ও সহযোগি সম্পাদক অধ্যাপক আবুল খায়ের’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোর্শেদ আলী, আল-আমিন হাসপাতালের পরিচালক ডা. মেজবাহ উদ্দিন তুহিন, সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক কাশেম শাহ, চুয়েট রেজিষ্টার ফজলুর রহমান, নয়া দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, লেখক ও বিতার্কিক সফিক চৌধুরী, কবি কামরুল রুমি, দৈনিক দেশবার্তা সম্পাদক আবু সালেহ, সিটিজি সংবাদের পৃষ্ঠপোষক শেখ মোহাম্মদ আরিফ, ভোরের কাগজের ফটো জার্নালিস্ট কমল দাশ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রতিনিধিবৃন্দদের মূল্যবান বক্তব্য শেষপর্বে বিভিন্ন বিভাগের সেরা ১১জন প্রতিনিধিকে পুরষ্কার তুলে দেয়া হয়। তাদের মধ্যে সেরা প্রতিনিধি হয়েছেন চন্দনাইশের কামরুল মোস্তফা, সেরা ব্যুরো প্রধান কক্সবাজারের শাহজাহান চৌধুরী শাহিন, সেরা নিউজরুম এডিটর বাঁশখালী প্রতিনিধি শিব্বির আহম্মদ রানা, সর্বোচ্চ সংবাদ আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সর্বোচ্চ সংবাদ প্রকাশ কক্সবাজার উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, সেরা ফিচার সংবাদ মিরসরাই প্রতিনিধি আনোয়ার হোসেন, ইতিবাচক সাংবাদিকতায় লোহাগাড়া প্রতিনিধি এম,হোসাইন মেহেদী, বিশেষ সন্মাননা পেয়েছেন সাতকানিয়া প্রতিনিধি এন.এইচ মাসুম কারিগরি ও তথ্য প্রযুক্তি সেবার জন্য মুক্তধারা টেকনোলজিস লিমিটেড।
এ দিন দুপুর ২টায় মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় সম্মেলন। অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যা ৪টায়। আরো উপস্থিত ছিলেন নিজেস্ব প্রতিবেদক রানা সাত্তার,মোবারক আলী। সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাবের এক ঝাক তরুন লিও।
সম্মেলনের শুরুতে হয় পরিচিতি পর্ব। এরপর শুভেচ্ছা বক্তব্য ও উপস্থাপনা করেন- অধ্যাপক লায়ন মোহাম্মদ আবুল খায়ের, তথ্য ও নির্দেশনামূলক বক্তব্য দেন নিউজ ইনচার্জ শিব্বির আহমেদ রানা। পরে প্রতিনিধিদের নতুন আইডি কার্ড, ও উপহার সামগ্রী প্রদান করা হয়।