উজ্জ্বল চক্রবর্তী, কোলকাতা, ভারত:
ও পারের ঐ বাদল মেঘ করছে আকাশ কালো
এ পারেতে শীতল বাতাস ভাসছে যেনো ভালো।
মাঝ নদীতে মায়ায় ভরা ইছামতির চর
এই পারেতে আলো ছায়ায় আমার মাটির ঘর।
পারাপারের অনেক বাধা ইচ্ছা খেয়ায় পাড়ি
দুই পারেতেই আমার বাংলা দুই পারেতেই বাড়ী।
মায়ের কোলে সূর্য ওঠা মায়েল আঁচল ঘুরে
দিগন্তের ঐ অস্তআবীর সারা বাংলা জুড়ে।
মায়ের হাতে সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা তারা হয়ে
এ পারেতে তুলসী তলা থাকছে আকাশ চেয়ে।
নয়ন ভোলা কর্ণফুলী বুড়িগঙ্গার ঢেউ
পদ্মার ইলিশ মেঘনার মায়া ভূলছি নাতো কেউ।
বেহুলা সতীর মহানন্দা বনবিবির এই বন
হবেনা হয়না দুভাগ মায়ের টানের মন।