সৈয়দ খিজির হায়াত:
আমাকে বাঁচিয়ে রাখে
সবুজ মাঠের ধান
কৃষানের মুখের হাসি
মাঠ জুড়ে রাশি রাশি
সোনলী ফসল।
আমাকে বাঁচিয়ে রাখে
শিশির ভেজা দূর্বাদল
হলুদ গায়ে মেখে চোখ তুলে
চেয়ে থাকা ঝিঙে ফুল।
আমাকে বাঁচিয়ে রাখে
স্নেহধন্য
শিশু থেকে হল যে ডাঙর
পুকুরের পাড় ঘেঁষে বেড়ে উঠা
মো মো গন্ধ ভরা গন্ধরাজ বকুল।
আমাকে বাঁচিয়ে রাখে
ফাগুনের উদাস হাওয়া
শাখে শাখে ভীড় করা সারস কোকিল
কৃষ্ণচূড়া পলাশ শিমুল।
আমাকে বাঁচিয়ে রাখে
মাঠের বুকচিঁড়ে প্রবাহিত
তের শত নদী খাল বিল
অবারিত বয়ে যাওয়া কল কল।
আমাকে বাঁচিয়ে রাখে
একুশের শহীদ মিনার
নগ্নপায়ে হেটে যাওয়া মানুষের ঢল
বেদী মূলে অর্ঘ্যের ফুল।
আমাকে বাঁচিয়ে রাখে
লাল সবুজ পতাকা
তিরিশ লক্ষ শহীদের রক্ত
তিন লক্ষ মা বোনের ত্যাগ।
যাদের ঋন কাঁধে পিঠে বয়ে বয়ে
আজও আমি পথ চলি অবিচল।
আমাকে বাঁচিয়ে রাখে
তোমাকে বাঁচিয়ে রাখে
জননীর অবারিত সবুজ আঁচল।