ওয়াসিম আকরাম, বৈরুত, লেবানন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেবানন শাখা আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী মুকিব আরো বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলা একটা অজুহাত। মূলত খালেদা জিয়ার জনপ্রিয়তাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান সমস্যা। দেশের মানুষ বাঁধভাঙা উল্লাসে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে।’
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বর্তমান সরকার তাঁকে কারাগারে পাঠিয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মধ্যপ্রাচ্য সকল দেশের জাতীয়তাবাদী নেতাকর্মীদের নিয়ে একসাথে আন্দোলন করে দেশ নেএীকে মুক্ত করবো ইনশাআল্লাহ্।
আহমদ আলী মুকিব অভিযোগ করেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে।, ‘মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ মামলায় তারেক রহমান ও বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে জড়ানো হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, এ হামলায় কোনোভাবেই বিএনপি জড়িত ছিল না। এ মামলায় মুফতি হান্নানকে ২৪০ দিন রিমান্ডে এনে জোর করে স্বীকারোক্তি আদায় করানো হয়েছে। পরে তিনি আদালতে বলেছেন, তাঁর কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।’
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের মুক্তি দিতে হবে।বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সভায় বক্তব্য রাখেন বিএনপি প্রতিষ্ঠা সদস্য ও সাবেক সভাপতি মানিক মোল্লা, উপদেষ্টা আব্দুল হালিম, বাসানী মোল্লা, খুরশেদ আলম, রুহুল আলামিন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সাধার সম্পাদক ওয়াসিম আকরাম, তাজুল ইসলাম, আব্দুল হাই, বাপ্পু বেপারী, সৈয়দ আলম, পিন্টু আলা উদ্দিন, রফিকুল ইসলাম, গাজী, হাইসেল শাখার সভাপতি আব্দুল কাইয়ুম নাজমুল হাসান সহ লেবানন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।