মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে জনসচেতনতামূলক কর্মসূচীর আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমে ভাতাসমূহ ডিজিটাল পদ্ধতিতে প্রদান সম্পন্ন। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনীর আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য, সীতাকুণ্ডের অভিভাবক আলহাজ্ব দিদারুল আলম এমপি।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইদ্রিস, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জননেতা আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বেলাল উদ্দীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুনেচ্ছা বেগম।
প্রধান অতিথির বক্তৃতায় সীতাকুণ্ডের অভিভাবক সাংসদ দিদারুল আলম বলেন, জনগণকে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেলক্ষ্যে আমরা রাতদিন এক করে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা দপ্তর।