জহির খান :
ওরে বাতাস ধমক চিরচেনা আহ্লাদিত সুখ
উড়ে এসে জুড়ে নেয় উত্তাল ছায়ামাঠ
ধরে রাখে একবুক নীরব ঘোর- উত্তরের
বসে থাক তুই তোর পূবের মায়া- পূরাণ
অচল মূদ্রার থলে হাতে চৌরাস্তায়
রাত-বিরাতে দেখ হাতপাখা ঝড়- হাওয়া
সুনিদ্রায় যাক চৈত্রের ঘুম পরিপাটি বিছানায়
চলে যাক কান উড়িয়ে নেয়া এক অসুখ রাত
মাগী পশ্চিমে যাত্রা শুভ হোক কাল
এরপর দক্ষিণ দিকের হাওয়ায় বাড়ুক হাসুক
যত্রতত্র এক গভীর ঘুমে প্রিয়তুর জরায়ুর মুখ।