সুহাস বড়ুয়া, বোস্টন, যুক্তরাষ্ট্র থেকে: বিশ্বময় প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস WFBB এর কেন্দ্রীয় কমিটির যুব উন্নয়ন সচিব স্পেইন প্রবাসী বিপ্লব বড়ুয়া ১২ অক্টোবর ২০২৩ বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার ও বাংলাদেশ সরকারের একুশে পদক প্রাপ্ত কবি সুকুমার বড়ুয়ার সাথে চট্রগ্রামে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।
এ সময় তার সাথে ছিলেন বিশিষ্ট সংগঠক ও ছাত্রনেতা সুজন বড়ুয়া, মিটন বড়ুয়া এবং সন্তু বড়ুয়া। WFBB এর যুব উন্নয়ন সচিব বিপ্লব বড়ুয়া সাক্ষাতের সময় আগামী জানুয়ারি মাসে WFBB এর পক্ষ থেকে ছড়াকার সুকুমার বড়ুয়ার জন্ম জয়ন্তী পালনের প্রস্তাব প্রদান করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। ছড়াকার সুকুমার বড়ুয়ার তাঁর প্রস্তাবে সম্মতি ও সন্তোষ প্রকাশ করেন এবং WFBB এর কার্যক্রমের প্রশংসা করেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া চট্রগ্রাম জেলার রাউজান থানাধীন মধ্যম বিনাজুরী গ্রামে ১৯৩৮ সালের ৫ই জানুযারি জন্ম গ্রহণ করেন। দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় ও ব্যতিক্রমধর্মী ছড়াকার সুকুমার বড়ুয়া শুধুমাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পেলেও তার লেখা ছড়া, কবিতা ইত্যাদি বাংলাদেশের পাঠ্যপুস্তকে স্থান করে নিয়েছে। তিনি তাঁর লেখনীর জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তম্মধ্যে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৭), বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৯৭) ও একুশে পদক (২০১৭) অন্যতম। তিনি বৌদ্ধ সমাজের একজন গৌরবোজ্জ্বল ব্যক্তি ও বাংলাদেশের আলোকিত সন্তান।