জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৪ জুলাই ২০২২, রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের দি অট্রিয়াম ভেন্যু তে চ্যারিটি সংগঠন SBLA (UK) এর আয়োজনে ‘Kumar Bishwajit Live in Concert’ শিরোনামে বাংলা গানের কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিতের একক চ্যারিটি লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৮টা ছুঁই ছুঁই। বিখ্যাত ‘যেখানে সীমান্ত তোমার ‘গান দিয়ে মঞ্চে প্রবেশ করেন কুমার বিশ্বজিৎ। ৮০/৯০ দশকের জনপ্রিয় সব গান গেয়ে টানা ২ ঘণ্টা ধরে হল ভর্তি ৬০০ শ্রোতাকে শিল্পী তার সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন।
উল্লেখ্য SBLA (UK) গত ১১বছর ধরে নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি, কৃষ্টি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তারই নিমিত্তে লোকনাথ সেন্টার স্থাপনের উদ্দ্যেশ্যে এই ফান্ড রেইজিং চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আইঅন টিভির সিইও আতাউল্লাহ ফারুক।
অনুষ্ঠানের স্পন্সর এবং দর্শকদের প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে অঞ্জন সাহা, বিশ্বজিৎ বল, প্রদীপ সাহা, ডা. বিশ্বজিৎ রায়, অজিত সাহা, অমিতোষ মজুমদার, অনুপম সাহা ড. সুকান্ত মৈত্র কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।