মো: জুমান হোসেন
সিডনি, অস্ট্রেলিয়া
শৈশবের চেনা সেই খেলার মাঠ
আজ আসলেই অচেনা।
কৈশোরে চেনা সেই আবেগ
আজ আসলেই অচেনা।
স্কুলের চেনা সেই মুখটি
আজ আসলেই অচেনা।
কলেজের চেনা সেই মেয়েটি
আজ আসলেই অচেনা।
বিশ্ববিদ্যালয়ের চেনা সেই আড্ডা
আজ আসলেই অচেনা।
মায়াময় চেনা সেই দৃষ্টি
আজ আসলেই অচেনা।
কর্মজীবনের চেনা সেই আশা
আজ আসলেই অচেনা।
আকাশ ছোঁয়ার চেনা সেই স্বপ্ন
আজ আসলেই অচেনা।
জীবনের চেনা এই খেলায়
সব চেনাই অচেনা।