জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: এক ভাবগম্ভীর পরিবেশে গতকাল ২৭ ডিসেম্বর ২০২১, রবিবার কথায়, কবিতায়, গানে স্মরণ করা হলো কিংবদন্তি অভিনেতা কবি সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আয়োজনে মুড়াগাছা বেথুয়াডহরি থেকে প্রকাশিত ‘চেতনা’ সাহিত্য পত্রিকা ।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট মঞ্চ ও চলচিত্র অভিনেতা এবং নাট্য নির্দেশক প্রদীপ ভট্টাচার্য ।

সৌমিত্র সম্পর্কিত একটি নান্দনিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সম্মানিয় আমন্ত্রিত অতিথি কবি জয়দীপ চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা দেবযানী ভৌমিক । এই উপলক্ষ্যে ‘চেতনা’ পত্রিকার সৌমিত্র স্মরণ সম্পর্কিত একটি বিশেষ সংখা প্রকাশিত হয় ।
ছিলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতার আবৃত্তি, সৌমিত্রকে নিয়ে লেখা কবি কণ্ঠে কবিতা পাঠ এবং সৌমিত্রের কবিতার গান । সঙ্গীত পরিবেশন করেন নিমাই দত্ত। আমন্ত্রিত বাচিক শিল্পী রাখী বিশ্বাস, প্রীতম ভট্টাচার্য্য কবিতা বলেন। সৌমিত্রকে স্মরণ করেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য্য, অধ্যাপিকা দেবযানী ভৌমিক, অধ্যাপক দেবনারায়ণ মোদক, কবি জয়দীপ চট্টোপাধ্যায় । প্রত্যেকের হাতে মাটির তৈরী সৌমিত্রের প্রতিকৃতি তুলে দেন আয়োজক সংস্থা ।

স্বাগত ভাষণ দেন পত্রিকা সম্পাদক চপল বিশ্বাস । প্রসঙ্গত উল্লেখ থাকে যে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি কলকাতা নন্দন হলে পত্রিকার বিশেষ সংখ্যা ‘অনন্য সৌমিত্র’ প্রকাশিত হয়েছিলো । সেদিনের অনুষ্ঠানে সৌমিত্র নিজে উপস্থিত থেকে বইটি উদ্বোধন করেছিলেন। সৌমিত্রকে নিয়ে কবি কণ্ঠে কবিতায় ছিলেন কবি নবকুমার সরকার, আশুতোষ রায়, তারক চন্দ্র মজুমদার, দিলীপ পাল, উজ্জ্বল বসু, দিব্যেন্দু সাহা, চপল বিশ্বাস।