প্রবাস মেলা ডেস্ক: বাঙালি জাতির গৌরবোজ্জ্বল মহা অর্জন এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার দিন ১৬ ডিসেম্বর। গোটা ডিসেম্বরজুড়ে তাই প্রতিবছর মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিদেশে চলে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় চেতনায় বাংলাদেশ ইউকে প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে উদযাপন করলো ‘বিজয় ফুল’ ২০২৩ বিতরণ অনুষ্ঠান।
এ উপলক্ষে ২ ডিসেম্বর ২০২৩, শনিবার সংগঠনের পূর্ব লন্ডনস্থ নিজস্ব কার্যালয়ে বিপুল সংখ্যক শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয় বিজয় ফুল ২০২৩ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে একে অপরকে লাল সবুজের ব্যাচ পরিয়ে দেয়ার মধ্যদিয়ে উদ্বোধন করা হয় বিজয় ফুল কর্মসূচির।
চেতনায় বাংলাদেশ ইউকের সাধারণ সম্পাদক সুমনা সুমির সঞ্চালনায় সংগঠনের সভাপতি ভাষাবিদ শওকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: নোমান মালেক, মো: রানা ঢালী, ইয়াসমিন আক্তার, তাহমিনা শওকত, শর্মিলা দাশ, মুনির মলি, পারভীন আক্তার, সাজেদা আহমেদ, ফরিদা বেগম মুনা প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মদান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও প্রবাসে বাংলা শিক্ষার গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে গণমাধ্যমকে জানান সংগঠনের সভাপতি শওকত আলী তালুকদার।