মোহাম্মদ ফিরোজ: ১৯ এপ্রিল, শুক্রবার, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা চত্ত্বরে পদক্ষেপ গণপাঠাগারে ‘আমাদের গল্পকথা’র কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান ও বর্ষবরণ-১৪২৬ অনুষ্ঠিত হলো।
কবি রফিকুল নাজিম ও কবি আখতারুজ্জামান চৌধুরী সুমন এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক সৈয়দ আসাদুজ্জামান সুহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজিম উদ্দীন সামছু, মেয়র, চুনারুঘাট পৌরসভা; মনসুর আহমেদ,কেন্দ্রীয় সমন্বয়ক ; কামাল আহমেদ, কেন্দ্রীয় সিনিয়র পরিচালক, ইউনুছ আকমাল, প্রধান সমন্বয়ক, সিলেট।

এছাড়াও মো: মাসুদ মিয়া, প্রভাষক, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ; গোলাম মওলা আলফি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা; মিজানুর রহমান বাবুল, সাধা.সম্পাদক, তাঁতী লীগ, চুনারুঘাট, স্বপন দেবরায়, প্রধান শিক্ষক, গঙ্গানগর সর. প্রা. বি; সুমন দেবরায়, প্রধান শিক্ষক, দক্ষিণ কালিশিরী সর. প্রা. বি; রিতা হোম চৌধুরী,প্রধান শিক্ষক, বগাডুবী সর. প্রা. বি; এস এম মিজান, উপজেলা পোস্টমাস্টার; ফেরদৌস আরা জনি, সহ. শিক্ষক, রাজার বাজার সর. প্রা. বি; ফজল মোহাম্মদ, কেন্দ্রীয় সদস্য; রাজিয়া সুলতানা, সিলেট বিভাগীয় সদস্য প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্য সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানে চুনারুঘাট সাহিত্য ও সংস্কৃতি পরিষদকে, সাহিত্য চর্চা পাঠাভ্যাস গঠনে অবদানে পদক্ষেপ গণপাঠাগারকে, লোকজ সংস্কৃতির বিকাশে অবদানে ধামালি চুনারুঘাটকে, সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় অবদানে সমীরণ শীলকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করেন যথাক্রমে বিদ্যুৎ রঞ্জন পাল, মনিরুল ইসলাম জুয়েল, এডভোকেট মোস্তাক বাহার ও সমীরণ শীল। সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের নবনিযুক্ত সদস্য কবি রফিকুল নাজিম কে ফুলের তোড়া দিয়ে সংগঠনের বরণ করা হয়। কবিতা আবৃত্তি করেন এডভোকেট মোস্তাক বাহার, সভাপতি, ধামালি,চুনারুঘাট; ইয়াছির আহমেদ, বিভাগীয় সিনিয়র সদস্য; আজিজুল হক নাসির, সাংবাদিক; ফুল মিয়া খন্দকার মায়া, মাদকবিরোধী শক্তি, চুনারুঘাট; রাইসা আলম নিধি প্রমুখ। নৃত্য পরিবেশন করেন- সুমাইয়া আহমেদ, সুরাইয়া আহমেদ, লাইসা আক্তার, রাজার বাজার; উৎস মনি, নিহা মনি,সানফ্লাওয়ার কেজি স্কুল, গাজীপুর।
নাট্যাভিনয় করেন- রোমান, মোবেদ,তিন্নি ও মারিয়া। সংগীত পরিবেশন করেন- অনন্যা দেব অর্পা, সুকন্যা দেব রাই, ফারিহা আক্তার তামান্না, নীলিমা দেব,সানজানা জান্নাত নিহা, হালিমা আক্তার, ডেইজী দাস, শিক্ষক; সুলতানা মাহমুদ সীমা, শিক্ষক; শ্যামল দেব,শিক্ষক; দেবাশীষ দাস, শিক্ষক প্রমুখ।
পুথিপাঠ করেন- হাবিবুর রহমান খোকন, সাধা.সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, হবিগঞ্জ। উপস্থিত ছিলেন আশিকুর রহমান; আব্দুস সমদ, শিক্ষক; নূরুল ইসলাম; শাকিল আহমেদ; শফিউল আলম শাহীন প্রমুখ।