প্রবাস মেলা ডেস্ক: চীনের বিভিন্ন নগরীতে তাপদাহের জন্য রেড এলার্ট জারি করা হয়েছে। ২৫ জুলাই ২০২২, সোমবার এ সতর্কতা জারি করা হয়। চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং ও ফুজিয়ান প্রদেশে সপ্তাহান্তে তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্রির ওপরে চলে যায়। এর আগে এই দুই নগরীতে কখনো এমন তাপমাত্রা দেখা যায়নি। বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দেশটিতে রেকর্ড গরম পড়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাপদাহের কারণে লাখো মানুষকে তাদের বাসাবাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দেশটিতে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা চরম মাত্রায় বেড়ে যাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে ভয়াবহ তাপদাহ বয়ে যেতে দেখা যায়। এ মাসে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে ও গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ভারতের অনেক প্রদেশে তাপপ্রবাহ বয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়া বারবার দেখা দিচ্ছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে চীন কোনো ব্যতিক্রম দেশ না।
এদিকে চীনের প্রচলিত পঞ্জিকায় শনিবার ‘চরম তাপমাত্রা’ দিবস পালন করা হয়। এ বছরের সবচেয়ে গরম দিন হিসেবে দিনটি স্বীকৃতি পায়। তবে এই গ্রীষ্মে চীনে ব্যতিক্রমভাবে অনেক বেশি গরম পড়তে দেখা যাচ্ছে। এ মাসের গোড়ার দিকে সাংহাইয়ে সর্বোচ্চ ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৮৭৩ সালের পর সেখানে তাপমাত্রার এটি নতুন রেকর্ড।