প্রবাস মেলা ডেস্ক: আজ দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন। পূর্ণিমার জন্ম ১৯৮৪ সালের ১১ জুলাই। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। তবে পারিবারিকভাবে ও কাছের মানুষজনের সাথে তিনি সময় কাটাবেন। তিনি বলেন, পরিবারের সাথেই সাময় কাটাব। তবে কোথায় কাটবে, কীভাবে কাটবে তা বলতে পারছি না। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। পরিবারের সাথেই যেন সুন্দর সময় কাটে।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ সালে ঢাকাই চলচ্চিত্রে পথচলা শুরু করেন তিনি। প্রথম সিনেমায়ই নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের হার্টথ্রব রিয়াজকে। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
কোরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনো কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনো হয়নি। জানিয়েছেন, এখনো বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো কাউকে দেননি।
অবশ্য এ মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমার কাজ শেষ। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
কাজের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা জানান, ঈদের আগে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি। ধরা যায় এখনো সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো নিয়মিত করে যাচ্ছি। নতুন কোনো কাজ করলে অবশ্যই ভক্তরা জানতে পারবেন বলে জানান দর্শকনন্দিত এ নায়িকা।