সারাফ নাওয়ার
বড় অগভীর, অসংবেদশীল
অপরিশ্রমী, স্বল্প-দর্শী, আত্মবিলাসী।
এ প্রজন্মের ছেলেমেয়ে–
নিজকেন্দ্রিক, নিঃস্পৃহ, ওরা দিনরাত মজে থাকে
ইন্টারনেটে;
অসাংস্কৃতিক আর ইতিহাসবিমুখ।
বহুলাংশের– লালিত-ভাবিত
কল্পিত এই ধারণাটি চেপে এক মুহূর্তে
কিনা চলে গেল অচিন্তিত পেষণযন্ত্র! জাগে রাজপথ
বিস্মিত সমকাল
নতমস্তকে নিরবে তাকিয়ে আকাশ
ঘুড়ি উড়ানোর বয়সে, ফড়িং খোঁজার বিকেল ভুলে
হৃৎপিন্ডের দলীয় স্লোগান– ‘উয়ী ওয়ান্ট
জাসটিস’ উয়ী ওয়ান্ট
জাসটিস’ ‘উয়ী…’
ফুটবল, ব্যাট-বল ছেড়ে হাতে ফেস্টুন
‘জাস্টিস হ্যাজ বীন ডিনাইড’–
এও কী ওদের বোঝার কথা?
কচি হাতগুলো সহজে সইছে
পাহাড় তোলার ভর!
‘ডোন্ট কিল আস ইন দ্য স্ট্রীট’
কিশোরকাল কী এমনও হয়? হতে আছে?
ঘুমাও টাফিক আইন, ঘুমাও মন্ত্রীসভা
ঘুমাও মনের বেপরোয়া
এসে গেছে ওই সম্ভাবনা
যারা শিখে গেছে, শিখিয়েছে
জাস্টিস ইস জাস্টিস, ‘ল’
ইস ইকোয়েল”