প্রবাস মেলা ডেস্ক: আজ চিত্রনায়িকা শাহনূর এর শুভ জন্মদিন। জন্মদিনের আগের দিন রাতে রংস টিভি শাহানুরকে নিয়ে তাদের টেলিভিশন উদ্বোধন করেন এবং শাহনূরের জন্মদিন উদযাপন করেন। কিভাবে কাটল আজকের জন্মদিন জানতে চাইলে শাহনূর বলেন, জন্মদিন উপলক্ষে কোনো পার্টি করার ইচ্ছে নেই। আমার একটি শিশু সংগঠন আছে, আমি প্রতিবারই আমার জন্মদিন এই পথ শিশুদের সাথে পালন করি। এবারও তাই করবো, আগামীকাল সকাল থেকেই আমি হাতিরঝিলে আমার এই সব পথশিশুদের নিয়ে আমার জন্মদিন কাটাবো, ওদের নিয়ে কেক কাটবো, ওদের কিছু নতুন জামাকাপড় কিনে দিবো। কুরআন তিলাওয়াত দিবো, মিলাদ মাহফিল হবে।
আমি প্রতিবারই আমার জন্মদিন পথশিশুদের সাথে এভাবে পালন করি, এবারও তার ব্যতিক্রম হবে না। যদিও আগের বার আমার কলিগসদের নিয়ে পার্টি করেছিলাম। কিন্তু এবার সেই রকম কোন পার্টি করার ইচ্ছেও নেই। পুরো দিনটা পথশিশুদের সাথে উদযাপন করতে চাই।
শাহনূর আরো বলেন, তবে এবার আরেকটা বিষয় জন্মদিনে যোগ করবো। পার্টি করার যে বাজেটটা থাকে সেই বাজেট আমি আমার এলাকা নড়াইলে মসজিদ নির্মানের জন্য দান করবো। তবে আল্লাহর অশেষ রহমতে আমি এমনিতেই মাঝে মাঝে মসজিদ, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নে সহযোগিতা করি। এমনকি আমাদের দুঃস্থ শিল্পীদের জন্য মানবতার কল্যাণ ফাউন্ডেশন ও শিল্পী ঐক্যজোট এ দুটি সংগঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে অনুদান করা হয় সেটা আমাদের সংগঠনের মাধ্যমে করে থাকি। আমি এই সংগঠনে ঢাকা বিভাগের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছি। তিনি আরো বলেন, আমরা মানুষ কেউ আজীবন থাকবো না। একদিন চলে যেতে হবে। মানুষের জন্য কিছু করার মধ্যেই সবশেষ তৃপ্তিটা আমি পাই।