প্রবাস মেলা ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌসের আজ জন্মদিন। দুই বাংলায় সমান জনপ্রিয় ফেরদৌস। অভিনয় করেছেন হিন্দী চলচ্চিত্রেও।
চিত্রনায়ক ফেরদৌস প্রতিবার জন্মদিন কাটান পরিবারের সাথে। বিশেষ করে তার দুই মেয়েকে নিয়ে জন্মদিন পালন করেন। ফেরদৌস বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। জন্মদিনে আমি পরিবারের কাছেই ছুটে আসি। আমার দুই মেয়ে জন্মদিনকে ঘিরে নানা পরিকল্পনা করে। এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। ফলে পরিকল্পনা একটু বেশি। ওদের আনন্দই আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে ফেরদৌস জানান, তার হাতে সরকারী অনুদানের সাতটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’, ‘ক্ষমা নেই’, ‘দামপাড়া’, ‘১৯৭১ সেইসব দিন’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘মাইক’, ‘বিউটি সার্কাস’। জন্মদিনে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে ফেরদৌসকে শুভেচ্ছা।
সূত্র: দৈনিক ইনকিলাব