প্রবাস মেলা ডেস্ক: দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। সেই জেরে দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকার সিদ্ধান্ত নেন মালিকপক্ষ। তবে সেই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চা শ্রমিকদের একাংশ।
এদিকে ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিংয়ের সময় চা শ্রমিকদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পাশাপাশি তাদের (চা শ্রমিক) সন্তানদের স্বপ্নের কথা জানিয়েছেন এ অভিনেত্রী।
নওশাবা লিখেছেন, এই মিষ্টিমুখগুলো রাঙ্গুনিয়ার চা শ্রমিকদের সন্তানের। ‘ছায়াবৃক্ষ’ নামক সিনেমায় অভিনয় করার সময়, আমার সৌভাগ্য হয়েছিল চা শিল্পীদের কাছ থেকে দেখার। তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর। এই সহজ সরল মেয়েগুলোর চোখগুলো, হাসিগুলোতে অনেক স্বপ্ন। এরা কেউ কেউ উচ্চতর পড়ালেখা করতে ইচ্ছুক।
তিনি আরও লেখেন, কিন্তু এই হাসির পিছনে আছে অনেক ক্ষুধা, স্বপ্নভঙ্গ, বৈষম্যের ইতিহাস; যা আজও চলমান! চলেন এই সহজ সরল হাসিগুলোকে বাঁচিয়ে রাখি ওদের চোখের স্বপ্নগুলোকে সাহস দিই।