শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ৮ আগস্ট ২০১৮ কুয়েতের খাইতান অঞ্চলে একটি হোটেলে কুয়েতস্থ চাঁদপুর প্রবাসীর উদ্যোগে এক অভিনন্দন সভার আয়োজন করা হয়। হাবিবুর রহমান বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কবীর হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি, আওয়ামীলীগ কুয়েত আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী শহীদ ইসলাম পাপুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী শহীদ ইসলাম পাপুল চাঁদপুরের কৃতি সন্তান পুলিশ পরিদর্শক মোঃ জাভেদ পাটোয়ারী, সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল মোঃ আজিজ আহমেদ ও দুর্নীতি কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদকে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহ আলম ভুট্টো, শাখাওয়াত হোসেন মুন্না, আবুল বাশার, জসিম উদ্দীন ইমন ও ওমর ফারুক সহ প্রমুখ। সবাই চাঁদপুরের কৃতি সন্তানদের ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।