রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: “আর্তমানবতার সেবায় আমরা” এই শ্রোগানে নিয়ে গতকাল ১৬ই এপ্রিল ২০২০ তারিখে বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে মহামারি করোনা ভাইরাস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত, কর্মহারানো, দিনমজুর ও কর্মজীবি চাঁপাতলী গ্রামের সনাতন ধর্মাবলম্বী কিছু পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। উল্লেখ্য বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির চ্যারিটি কাজের অংশ হিসাবে ৫০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র প্রবাসী সদস্য মো. আখতার সাঈদ এর সহযোগিতায় এই অনুদান প্রদান করা হয়। এসময়,আখতার সাইদ বলেন, ক্ষুদা জাত-ধর্ম, দেশ ও দল বুঝেনা। পেট সবার আছে তাই আমরা জাত-ধর্ম মাথায় না রেখে সকলে মিলে মাঠে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সকলের প্রচেষ্টায় আমরা এই মহামারি থেকে পরিত্রাণ পাবো।