প্রবাস মেলা ডেস্ক: নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগান কে সামনে রেখে ২৬ জুলাই শুক্রবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর জনসচেতনতা সৃষ্টির লক্ষে ঈদের পরে নাটক পরিবেশন নিয়ে মতবিনিময় সভা সংগঠনের ঠাকুরবাজারস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর সহ প্রচার সম্পাদক ক্ষুদে গানরাজ আরমান হোসেন পবিত্র কুরআন তেলোয়াত করেন।
শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মফিজুর রহমান মজুমদার ,উপদেষ্টা এইচ এম বদিউজ্জামান ভুইয়া ,মোঃ আবদুর সাত্তার পিপিএম বার, কবি ও লেখক গাজী কবির, উপদেষ্টা লক্ষী রাণী ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৯৬ সন থেকে এই সংগঠন সাংস্কৃতিক কার্য্যক্রম এর পাশাপাশি জনসচেতনতা মূলক নাটক করেছে যা অন্য কোন সংগঠন আজও পারেনি। আগামীতেও অপরুপা নাট্যগোষ্ঠী জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করবে সেই আশাই করছি।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, প্রচার সম্পাদক রকি চন্দ্র সাহা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, সদস্য রৌশন আরা বেগম, সদস্য মোঃ আল আমিন প্রমুখ।
সভায় শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রয়াত ৬ সদস্যদের পরিবারকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।