মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: কচুয়া প্রবাসী সাহেদাপুর গ্রামের সুমন মিয়া সূত্রে জানা যায় সড়ক দূর্ঘটনায় নিহত কামাল হোসেন চাঁদপুর জেলা কচুয়া উপজেলাস্থ পশ্চিম নলুয়া ইজরা বাড়ির হাজী মুহাম্মদ আলী হোসেন এর মেঝ ছেলে।
৪ এপ্রিল ২০২১, রবিবার কামাল হোসেন কাজে যাওয়ার সময় চলন্ত গাড়ীর নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রিয়াদ সেমুসি হাসপাতালের হিমাগারে রয়েছে। সড়ক দূর্ঘটনায় নিহত মুহাম্মদ কামাল হোসেনের স্ত্রী সহ ২ মেয়ে, ২ ছেলে রয়েছে।
এই বিষয়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আসাদুজ্জামান এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নিহত পরিবার যদি তার মৃতদেহ দেশে নিতে চায় অথবা যেকোনো ধরণের সহযোগিতা চাই তাহলে দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানান।