মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখার বায়োলজী বিভাগের শিক্ষক ইদ্রিস আলী মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে মারা গেছেন।
তার দেশের বাড়ী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। দেশে তার স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে।

মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোসতাক আহমেদ,
স্কুলের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার স্কুলের একটি নিয়মিত মিটিং চলাকালীন হঠাৎ করে মাটিতে পরে যান। তাৎক্ষণিক সেমুসী হাসপাতাল নেয়া হলে সেখানে তিনি মৃত্যু বরণ করেন। গত পাঁচ বছর যাবত তিনি রিয়াদ বাংলা স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। ২০ ডিসেম্বর ২০১৯ রিয়াদ দুতাবাস আয়োজিত বিজয় দিবসের একটি অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার গ্রহণ করেছিলেন সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এর হাত থেকে।
রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুলের শিক্ষক ইদ্রিস আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা মেডিকেল সেন্টার, রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র, রিয়াদ বাংলাদেশ থিয়েটার, মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে।