হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
বাংলাদেশের কিংবদন্তীতুল্য জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছোট ছেলে রশীদ সোহরাওয়ার্দী ৮ ফেব্রুয়ারী শুক্রবার ৭৮ বছর বয়সে লন্ডনে মারা গেছেন। গৌরবোজ্জল সোহরাওয়ার্দী পরিবারের সর্বশেষ জীবিত সন্তান রশীদ সোহরাওয়ার্দী চার্টার হাউস, অক্সফোর্ড ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষ শেষে যুক্ত রাজ্যের রাজধানী লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
তিনি বৃটিশ নাট্য, থিয়েটার ও চিত্র জগতের একজন নামকরা অভিনেতা রবার্ট অ্যাসবী দি রয়্যাল একাডেমী অব ড্রামাটিক আর্ট এ প্রশিক্ষনপ্রাপ্ত । রশীদ সোহরাওয়ার্দী পাঁচ বছর ইংল্যান্ডের রয়্যাল সেক্সপীয়ার কোম্পানীর সদস্য ছিলেন। চিরকুমার রশীদ সোহরাওয়ার্দী সুবিখ্যাত সোহরাওয়ার্দী পরিবারের শেষ বংশধর।
বর্তমানে সোহরাওয়ার্দীর নামাংকিত একমাত্র সংগঠন যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি প্রবীন শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের মূল প্রতিষ্ঠাতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক পিতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছোট ছেলে রশীদ সোহরাওয়ার্দী একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এর সমর্থনে জোড়ালো ভূমিকা রাখেন ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছিলেন।
২০০৫ সালের ২০ অক্টোবরে এক সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক আসেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতি ধারক সংগঠন সোহরাওয়াদী স্মৃতি পরিষদের সার্বিক কার্য্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রদান উপদেষ্টা হিসাবে থাকতে সদয় সম্মতি প্রকাশ করেন।
রশীদ সোহরাওয়ার্দী শিশুদের খুব ভালবাসতেন। তিনি শিশু সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শিরি শিশু সাহিত্য কেন্দ্র’ এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। আমরা প্রয়াত রশীদ সোহরাওয়ার্দীর আত্মার শান্তি কামনা করছি।
এছাড়াও প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুক্তরাজ্য প্রবাসী প্রখ্যাত সাংবাদিক ও প্রাবন্ধিক আব্দুল গাফফার চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং প্রাবন্ধিক এমএ সালাম, রাজনীতিক প্রদীপ কর, প্রাবন্ধিক ও কবি এবিএম সালেহউদ্দিন, সাংবাদিক মোঃ নাসির, আমেরিকান প্রেসক্লাব ও বাংলাদেশ অরিজিন এর সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, সাংবাদিক সরদার আল মামুন, সাংবাদিক পঙ্কজ রায় এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিক্স ডিজাইনার আয়েশা আক্তার রুবি প্রমুখ রশীদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।