প্রবাস মেলা ডেস্ক: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহীর বড় বোন ফাতেমা মুবিন চৌধুরী আর নেই। ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার দুপুর একটায় ঢাকার বনানীর নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন যাবত মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। রবিবার বা’দ আসর জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফাতেমা মুবিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকস্বন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফাতেমা মুবিন চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। মৃত্যুকালে তিনি স্বামী ইঞ্জিনিয়ার মুবিন চৌধুরী, দুই পুত্র, অসংখ্যা আত্মীয় পরিজন ও গুণগ্রাহী রেখে যান। তার বড় ছেলে শাফকাত চৌধুরী রুমি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিত আছেন। ছোট ছেলে কানাডায় ব্যবসা করছেন।
ফাতেমা মুবিন চৌধুরীর মৃত্যুতে প্রবাস মেলা পরিবারও গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।