প্রবাস মেলা ডেস্ক: চলচ্চিত্র শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড় ও সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
২৯ নভেম্বর ২০২০, রবিবার বিকালে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই বিষয়ে একটি যৌথ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস প্রমূখ।
ডা. আশীষ চক্রবর্তী বলেন, ‘করোনাকালীন সেবাসহ সব ধরনের চিকিৎসায় আজ থেকে সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন চলচ্চিত্র শিল্পীরা।’
জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পীদের জন্য এটি একটি আনন্দের সংবাদ। অর্থের অভাবে বিনা চিকিৎসায় আর কোন চলচ্চিত্র শিল্পী মারা যাবে না, বলেছেন ইউনিভার্সেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. আশীষ চক্রবর্তী। রবিবার থেকেই সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবে চলচ্চিত্র শিল্পীরা। করোনাকালীন সেবাসহ সব ধরনের চিকিৎসা সুবিধা পাবেন শিল্পীরা।’