প্রবাস মেলা ডেস্ক: টানা তৃতীয় এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৭ জানুয়ারি সোমবার বিকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার ৪৭ জন সদস্য আজ শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে বিকাল সাড়ে ৩টায় নতুন মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ জানুয়ারি রবিবার প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঘোষিত তালিকা অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।