প্রবাস মেলা ডেস্ক: চড় মারার কারণে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকির অভিযোগ উঠেছে আরেক নায়ক জায়েদ খানের বিরুদ্ধে। ১০ জুন ২০২২ শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক হন ওই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ শিল্পী। তবে জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন। তার ভাষ্য, তাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।
১১ জুন ২০২২ শনিবার রাত ১২টার দিকে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘বিয়ের অনুষ্ঠানটি হয়েছে বসুন্ধরার কনভেনশন সেন্টারে। এর ভেতরে কোনো রকমের অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। সে সুযোগই নেই। তা হলে আমার কাছে পিস্তল আসবে কোথা থেকে?’ তিনি বলেন, ‘আমাকে অপমান করতে এসব গল্প বানানো হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে দয়া করে এটা আপনারা বসুন্ধরা কনভেনশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেই জানতে পারবেন। আমি অনুষ্ঠানের পুরোটা সময় ডিপজল ভাইয়ের সঙ্গে ছিলাম। আপনারা ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলেও জানতে পারবেন। আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। ওমর সানী ভাই আমার বিরুদ্ধে মিথ্যা বলছেন।
বিএফডিসির সূত্রের জানা গেছে, শিল্পী সমিতির নির্বাচনের পর অভিনেত্রী মৌসুমীর সঙ্গে দ্বন্দ্ব চলছে জায়েদ খানের। যে দ্বন্দ্বে যুক্ত হয়েছেন মৌসুমীর স্বামী ওমর সানীও। বিভিন্ন সময়ে ওমর সানী নাকি এ নিয়ে ডিপজলের কাছে নালিশও দিয়েছিলেন। তাই তার ওপর রেগে ছিলেন ওমর সানী৷ ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে পাবেন নিশ্চিত হয়ে সেখানে যান তিনি।
জানা গেছে স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে ওমর সানী জায়েদ খানকে চড় মেরে বসেন। মিডিয়াকে ঘটনার বর্ণনা দিয়ে ওমর সানী বলেন, ‘আমি জায়েদ খানকে চড় মেরেছি। কিন্তু কী কারণে মেরেছি, সেটাও তো জানতে হবে সবাইকে। ওমর সানী আরও বলেন, ‘জায়েদ খান তো সব সময় পিস্তল নিয়ে ঘোরে। আমার কথা হইছে, ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত। কেউ হয়তো মুখ ফুটে বলেন না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম, আর দেরি নয়, এখনই শুরু করতে হবে। তাই চড়টা দিয়ে শুরু করলাম। আমি চড় মেরেই বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে যাই।’
ওই দিন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে পেয়েই চড় মেরে বসেন ওমর সানী৷ তখন ক্ষেপে গিয়ে প্রকাশ্যে পিস্তল বের করে ওমর সানীকে গুলি করে দেওয়ার হুমকি দেন। জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ান। সমাধানের চেষ্টা করেন।
সূত্র: দৈনিক যুগান্তর, প্রথম আলো