রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের আওতাধীন ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: মহসিনের বিরুদ্ধে পাওনা টাকার পরিবর্তে চেক দিয়ে প্রতারণার অভিযোগে উকিল নোটিশ পাঠিয়েছেন এক ব্যবসায়ী।
৬ অক্টোবর ২০২০ ব্যবসায়ী জসিম উদ্দিনের পক্ষে এন, আই, এ্যাক্টের ১৩৮ ধারায় নোটিশটি পাঠিয়েছেন তার আইনজীবি মাহমুদুর রশিদ।
প্রেরিত নোটিশে বলা হয়, পূর্ব পরিচয় ও আত্মীয়তার সুবাদে বিএনপি নেতা মহসিন ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছ থেকে নগদ ৩,৩১,৩০০/- (তিন লক্ষ একত্রিশ হাজার) টাকা হাওলাদ নেন। অল্প কয়দিনের কথা বলে নেয়া টাকা ফেরত দিতে গড়িমসি করে শেষ পর্যন্ত ১৩ আগস্ট, ২০২০ সাউথইস্ট ব্যাংক জুবলী রোড শাখার একটি চেক প্রদান করেন। কিন্তু ২৭ সেপ্টেম্বর, ২০২০ চেকটি ব্যাংকে জমা দিলে দেখা যায় হিসাবটি ক্লোজড।
নিরূপায় ব্যবসায়ী জসিম পাওনা টাকা আদায়ে ৩০ দিনের সময় দিয়ে এ বিএনপি নেতাকে উকিল নোটিশ পাঠিয়েছেন। উক্ত তারিখের মধ্যে টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভূক্তভোগী ব্যবসায়ী জসিম।
জানতে চাইলে, জসিম উদ্দিনের আইনজীবি মাহমুদুর রশিদ বলেন, চেক ডিজঅনারের মামলাতো আছেই, সাথে বন্ধ একাউন্টের চেক দিয়ে প্রতারণার আশ্রয় গ্রহণের জন্যও তার বিরুদ্ধে মামলার সুযোগ রয়েছে। প্রতারণার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছেন বলে আইনজীবির দাবী।