সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রামুর কৃতি সন্তান, তরুণ রাজনীতিক মোহাম্মদুল হক জনি। তিনি কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে মোহাম্মদুল হক জনিই প্রথম ছাত্রদল নেতা, যিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলে স্থান পেলেন। ইতিপূর্বে মোহাম্মদুল হক জনি রামু উপজেলা বিএনপির কর্মকান্ডে সক্রিয় ছিলেন। তিনি রামু উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাবেক ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপি আহবায়ক কমিটিরও সাবেক সদস্য ছিলেন।
৩০ নভেম্বর ২০২০, সোমবার ঘোষিত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রামুর কৃতি সন্তান মোহাম্মদুল হক জনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদুল হক জনি তাকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিএনপির অন্যতম কান্ডারী দেশনায়ক তারেক রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল, চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান শফিউল মুসাব্বির শাফি সহ দলের সর্বস্তুরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর তরুণ রাজনীতিক মোহাম্মদুল হক জনি মঙ্গলবার সন্ধ্যায় রামুতে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাকে তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানান- জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর, রামু উপজেলা যুবদলের সভাপতি মীর্জা নুরুল আবছার, সাধারণ সম্পাদক মনোয়ার আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবদল সভাপতি হালিমুর রহমান মিয়াজী, ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শওকত আলম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামসুল আলম শাহীন, উপজেলা যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুবিনুল হক, যুবনেতা নাসির উদ্দিন প্রমূখ।
এসময় ফুলেল শুভেচ্ছার জবাবে মোহাম্মদুল হক জনি আগামীতে সর্বস্তুরের নেতাকর্মীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন এবং দেশ ও দলের যেকোন সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।