মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম প্রতিনিধি: দেশ বরেণ্য তিনজন সাংবাদিক গোলাম সারওয়ার, মঈনুল আলম ও রইসুল হক বাহার স্মরণে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, তাঁরা তিনজনই ছিলেন সৎ সাংবাদিকতার প্রতি দায়িত্বশীল। গোলাম সরওয়ার, মঈনুল আলম ও আ.ক.ম রইসুল হক বাহার তিনজনই ছিলেন দেশ বরেণ্য সাংবাদিক। তিনজনই আজীবন সংবাদপত্রের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশার প্রতি ছিলেন দায়িত্বশীল। সংবাদ সংগ্রহে তাদের পদচারণা ছিল অবিচল।সংবাদপত্রের স্বাধীনতার এই ক্লান্তিকালে আজ তাদের প্রয়োজন ছিল।
বক্তারা বলেন, দৈনিক সমকালের সাবেক সম্পাদক গোলাম সারওয়ার ছিলেন সাংবাদিকদের সাংবাদিক, সংবাদপত্র জগতের বটবৃক্ষ। মঈনুল আলম তিন দশক দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও আবাসিক সম্পাদক ছিলেন। রইসুল হক বাহার ছিলেন দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক। তিনি সময়নিষ্ঠা ও দায়িত্বশীলতা বিষয়ে সর্বদা সচেষ্ট ছিলেন।
২৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত উপরোক্ত স্মরণ সভার উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাকালীন প্রধান সহ-সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীন সাংবাদিক নেতা মঈনুদ্দিন কাদেরী শওকত।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। এ এফ সি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটের সহযোগীতায় স্মরণসভায় মঈনুল আলমকে নিয়ে আলোচনা করেন তাঁর নিকটাত্মীয় ও চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মউদুদুল আলম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী।
স্মরণসভায় আলোচনায় আরো অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরু, দৈনিক পূর্বতারা সম্পাদক সাইফুল আলম ছিদ্দিকী, সামাজিক সংগঠক সজল চৌধুরী, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, ড. সেলিম উদ্দিন খান, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বিজয় ৭১’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, এ এফ সি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটের মার্কেটিং ম্যানেজার আবুল মহসিন মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ডা. পরিতোষ বড়ুয়া, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন সোহেল, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, উপাধ্যক্ষ ওসমান সারোওয়ার, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, মাসিক চকবাজার সম্পাদক এস ডি রুবেল, নাগরিক নিউজ সম্পাদক আ ন ম সানাউল্লাহ, আইটিভি বাংলার সম্পাদক শাহীন সোহেল, মোরাপত্র লেখক সমাজ সভাপতি সজল দাশ, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, নির্বাহী সদস্য হোসেন মিন্টু, ফটিকছড়ি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কাউসার সিকদার, সদস্য বিধান বড়ুয়া, অনলাইন বিকেটিভির চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার, সদস্য শিপক কুমার নন্দী, সুজন আচার্য্য, অনলাইন এসটিভি’র চেয়ারম্যান শহীদুল ইসলাম,৭১ বাংলাদেশ সম্পাদক শেখ সেলিম প্রমুখ।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় পবিত্র দোয়া মাহফিল পরিচালনা করেন লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। স্মরণসভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ফটিকছড়ি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। স্মরণসভা সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম মুজাহিদুল ইসলাম বাতেন ও সহ-সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ।