রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ৭ অক্টোবর ২০২০, শনিবার গোলপাহাড় মোড়স্থ এ নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ বেস্ট ই-কমার্স প্ল্যাটফরম (BECP) গেট টুগেদার ও নারী উদ্যোক্তাদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনেক আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে দেখতে দেখতে বেস্ট ই-কমার্স প্ল্যাটফরম এর জিটুজি শেষ হলো। এ যেন শেষ হয়েও হলো না শেষ, আবার শুরু পথ চলা।
বেস্ট ই-কমার্স প্ল্যাটফরম (BECP) এর এডমিন নিপু হাসান জানান- আজ সেই মহেন্দ্রক্ষণ আমাদের গ্রুপের জিটুজি। আমাদের গ্রুপ এর সাথে জড়িত নারী উদ্যোক্তাদেরকে পরিচিতি ও উৎসাহ দেয়ার জন্য গেট টুগেদার আয়োজন করেছি।
গ্রুপের আরেক এডমিন রিতা সুলতানা বলেন- আজ আমরা প্রথম বছরের জিটুজি শেষ করেছি, কিছু ব্যর্থতা আমাদের থাকতে পারে। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে বলে আশাবাদী। আশাকরছি সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন।
এডমিন রোকসানা রলি বলেন- আসলে আমরা গ্রুপের মাধ্যমে অনেক কিছু শিখেছি। আমরা যে যার অবস্থান থেকে সমাজে টিকে থাকা যায় তা আজকের জিটুজি ও মেলা দিয়ে আবারো প্রমাণ হলো।
এডমিন তানিয়া ইসলাম বলেন- এই ছোট জীবনে জিততে শিখেছি হারতে নয়।আজকের সমাজে আত্মসম্মান নিয়ে বাঁচতে মানুষের কোটিপতি হওয়া লাগেনা।পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে ছোট উদ্যোক্তা থেকেও যে কারও উঠে আসা সম্ভব। তা আজ আমাদের সবগুলি স্টলের উদ্যোক্তা বোনেরা অভাবকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
এডমিনরা আরো বলেন- আমাদের গ্রুপের জিটুজি’তে অনেকেই স্পন্সর করেছেন এদের মধ্যেই অনেকেই নতুন উদ্যোক্তা। জিটুজি’র কো-স্পন্সর হিসেবে আছেন মিডিয়া পার্টনার সাংবাদিক রানা সাত্তার (সিটিজি নিউজ, দৈনিক তৃতীয় মাত্রা), সাহারা টেলিভিশন, বিটিভি’র উপাস্থাপক মামুন ইমতিয়াজের ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রবাস মেলা। মিডিয়া পার্টনার হিসেবে আরো থাকবে সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকা। সব শেষে গ্রুপ এর অন্যতম এডমিনরা বলেন- আমাদের সব পার্টিসিপেন্টকারী, সকল স্পন্সর, গ্রুপ এর কন্টেন্ট ক্রিয়েটর, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি পেনডামিক সময়ে আমাদের পাশে থাকার জন্য। এই কোভিড-১৯ থেকে বিশ্বকে মুক্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।