রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে যে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে একজন মারা গেছেন ৯ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার । এটিই ছিল চট্টগ্রামে করোনা আক্রান্তের প্রথম মৃত্যু। ১১ এপ্রিল ২০২০ যে দুজনের করোনা শনাক্ত করা হয়েছে তার একজন এই মৃত ব্যক্তি। অন্যজন পাহাড়তলী সিডিএ মার্কেটের এক সবজি বিক্রেতা। এছাড়া ১০ এপ্রিল, ২০২০ দুজনের করোনা সনাক্ত করা হয় সেই দুজনের একজনও সবজি বিক্রেতা। ৯ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার এই আক্রান্ত রোগী মারা যান বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তবে তার নমুনা পরীক্ষার রেজাল্ট আজ ১১ এপ্রিল, ২০২০ পজেটিভ আসে। জানা যায়,আক্রান্ত মৃত ব্যক্তির (৬৯) বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আলীনগরের ইছামতি এলাকায়।এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী এই আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতেই আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির মৃতদেহ চমেক হাসপাতালে যারা দেখভাল করেছেন সিসি ক্যমরায় তাদের শনাক্ত করে, তাদেরও নিজ সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-আলম বলেন, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির পরিবারের অন্যদের সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মৃত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। সেখানে তার জীবন ইতিহাস ও দৈনন্দিন চলাফেরার বিবরণ নোট করা হবে। ইউএনও আরো জানান, এই আক্রান্ত ব্যক্তির বড় করে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাই বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আর যারা এই মরদেহ গোসল করিয়েছেন তাদের খুঁজে বের করে সুরক্ষার ব্যবস্থা নেয়া হবে।