রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মোড়ে কার্টনে ভরা অজ্ঞাতনামা একটি খন্ডিত দেহাবাংশ উদ্ধার করেছে পুলিশ।
৫সেপ্টেম্বর ২০২০, শনিবার সকাল ১০ টার দিকে নতুন ব্রীজ সড়কে রাহাত্তারপুল এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে একটি কাগজের কার্টনে ভরা অবস্থায় হাতটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শানিবার সকালে ট্রাফিক বিভাগের দায়িত্বরত অফিসার এএস আই শামিম এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ কিছু মানুষ কাটা হাতটি দেখে তাকে জানান, তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানায় জানান।
পরে বাকলিয়া থানার এস আই বিদ্যুৎ এসে ফ্লাইওভারের নিচে ১টি পরিত্যক্ত কাগজের কার্টন পড়ে থাকতে দেখেন। তারা এসে কাটা কার্টনসহ হাতটি উদ্ধার করেন। এই ব্যাপারে এস আই বিদ্যুৎ অজ্ঞাতনামা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে যে কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তারপর কার্টনের মধ্যে ভরে টুকরো টি রাহাত্তারপুল ফ্লাইওভারের নিচে ফেলে যায়।আরো অংশ থাকতে পারে।এখনো হাতটির কোন পরিচয় পাওয়া যায়নি।