প্রবাস মেলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪২তম শাখা হিসেবে পাঁচলাইশ শাখা ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার এসএফএ টাওয়ার, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চট্টগ্রামে উদ্বোধন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নায়ের আযম ও এম যোবায়ের আযম হেলালী, সমাজ সেবক সৈয়দ গোলাম হায়দার মিন্টু, ব্যবসায়ী দোলন কুমার চৌধুরী ও শিক্ষক ফয়জুন্নেসা তরু।এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। এ ব্যাংক সরকারের ঘোষিত ফাইন্যন্সিয়াল ইনক্লুশনের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে। ফলে সারা বিশ্বে ইসলামী ব্যাংক একটি রোল মডেল হিসেবে পরিগণিত। তিনি সবাইকে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান।