রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা। কিন্তু সেই হিসাবে নেই ভেন্টিলেটরযুক্ত আইসিইউ, হাই ফ্লো অক্সিজেন।
এই রকম একটি জাতীয় সংকট মুহূর্তে এস.আলম গ্রুফ দিচ্ছে চট্টগ্রামবাসীর জন্য কিছুটা আশারবাণী। চট্টগ্রামের তিনটি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগীদের চিকিৎসায় জন্য ভেন্টিলেটরযুক্ত আইসিইউ, হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থায় প্রায় ৩ কোটি টাকা দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান চট্টগ্রামের এস আলম গ্রুপ।
২ জুন, ২০২০ মঙ্গলবার সকালে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কর্তৃপক্ষের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিগণ। এস আলম গ্রুপ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামের তিনটি হাসপাতালে দেয়া হয়েছে ৮টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা যা নিউজিল্যান্ডের তৈরি প্রতিটি এয়ারবু হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার বাজার মূল্য ১৫ লাখ টাকা। চট্টগ্রামের তিন হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগীদের চিকিৎসাসেবা দিতে ৬টি আইসিউযুক্ত ভেন্টিলেটর প্রদান করা হয়েছে। যা যুক্তরাষ্ট্রে তৈরি ফিলিপস ব্যান্ডের প্রতিটি ভেন্টিলেটরের বাজার মূল্য সাড়ে ২৭ লক্ষ টাকা।
জানা যায়, চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়া ও রোগীর মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী ও সভাপতি ডা মুজিব এস. আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (মাসুদ) পি. এস আকিজ উদ্দীন চৌধুরীর মাধ্যমে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম (মাসুদ) কাছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের জন্য চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার জন্য অপ্রতুল আইসিইউ বেড, ভেন্টিলেটর, ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলার কথা উল্লেখ করে সরবরাহের জন্য আহ্বান জানান ডা. ফয়সল ইকবাল চৌধুরী।

তার ধারাবাহিকতায়, উক্ত আহ্বানে সাড়া দিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পক্ষ থেকে
২ জুন,২০২০ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৪টি ভেন্টিলেটর, ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ২টি ভেন্টিলেটর ও ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেয়া হয়েছে।

এই দিকে এস আলম গ্রুপ বিএমএ চট্টগ্রামের আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ৫ শত টি পিপিই, চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ২ টি ২ টনের এসি, ২ টি নমুনা সংগ্রহ বুথ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোয়ারান্টাইন এ থাকা চিকিৎসকদের খাওয়ার জন্য নগদ ১ লক্ষ টাকা, ১ টি ২ টন এসি, ২ টি নমুনা সংগ্রহ বুথ, বিআইটিআইডির চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ১ টি ২ টন এসি, ২ টি নমুনা সংগ্রহ বুথ ও চট্টগ্রামের ১৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ৫০ টি করে ৭ শত পিপিই প্রদান করা হয়।