রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে আরও পাঁচজনের নমুনায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা মিলেছে ৩২ জন। ১৫ এপ্রিল, ২০২০ বুধবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতে এদিন ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ছয়জনের নমুনায় মিলেছে করোনা। নতুন করে শনাক্তদের মধ্যে পাঁচজনই চট্টগ্রামের বাসীন্দা ও একজন নোয়াখালীর। এরমধ্যে আনোয়ারার একজন, যার বয়স ৪০ ব্যক্তির শরীরের নমুনাতেও মিলেছে করোনা। আনোয়ারা উপজেলায় এই আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে। আপাতত ওষখাইন গ্রামটি লকডাউন করা হয়েছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় ১৩ এপ্রিল। চট্টগ্রামে নমুনা বেশি হওয়ায় এগুলো জমে গিয়েছিল আজ রেজাল্ট গুলি এসেছে। প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ জন।