রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা ও গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।২২জুলাই, ২০২০ বুধবার সন্ধ্যায় ৭টা উপজেলার চাতরী চৌমুহনী বাজারস্থ হাজী বাগিছা জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি সুসজ্জিত দল। এর আগে জাতীয় পতাকায় নিহতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়। এ সময় আনোয়ারা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।