মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম: ৩০ জুলাই সোমবার সকালে নগরীর চট্টেশ্বরী রোর্ডস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত পরিষদের ৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, নান্দনিক চট্টগ্রাম শহর গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ নগরীর সেবাধর্মী প্রতিষ্ঠান সমূহের গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়নে সাংবাদিকসহ সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা চাইছি, তিনি আরো বলেন, যে কোন উন্নয়ন কাজ করতে গেলে নগরবাসী সাময়িক ভোগান্তির স্বীকার হয়। এ জন্য নগরবাসীর ধৈর্য্য ও সহযোগিতা প্রয়োজন। তাই তিনি নগরবাসীকে নগরের উন্নয়নের জন্য ধৈর্য ধরার ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা সমন্বয়ে চেষ্টা করে যাচ্ছি। এ প্রসঙ্গে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়নের জন্য একের পর এক বরাদ্দ দিয়ে যাচ্ছেন। আমরা পর্যায়ক্রমে কাজ শুরু করেছি এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখছি। স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, বিজিএমইএ’র সহ সভাপতি মাঈনুদ্দীন আহমেদ মিন্টু, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, আইবি’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. হারুন, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. শাহবুদ্দিন, মহানগর কমান্ডার মোজাফ্ফর আহম্মদ। অনুষ্ঠানে প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চসিক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।