জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: গ্রেটার খুলনাবাসীর উদ্যোগে ফ্যামিলি বনভোজন আগামী ২৭ জুলাই শনিবার বনমাউথ সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ২২ জুলাই সোমবার পূর্ব লন্ডনে অবস্থিত সুন্দরবন ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মানবাধিকার কর্মী ব্যরিস্টার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, সাধারণসম্পাদক নাহিদ নেওয়াজ রানা, Newslife 24.com এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু, বিশিষ্ট আইনজীবী ব্যরিস্টার ইমরুল হাসান, আইনজীবী ফয়সাল জামিল , বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিপার, ইস্ট বেঙ্গল সোসালিস্ট পার্টি ইউ কে’র সাধারণসম্পাদক ওয়াহিদুজ্জামান, এমদাদুল হক চঞ্চল, সুলতানা আহমেদ শেখ ও আরিফ বেগম প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ব্যাপক কর্মসূচী গৃহীত হয়েছে।
১) ২৭ জুলাই শনিবার সকাল ৮.৩০ মাইলান্ড স্টেশন থেকে তিনটি বাস ও ৮/১০ টি প্রাইভেট কার যোগে যাত্রা শুরু করা হবে ২) বনমাউথ এ বিকাল ১৬.০০ মহিলা ,পুরুষ ও বাচ্ছাদের জন্য বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে ৩) বাসে কোনো সিট নিদৃষ্ট করা থাকবে না সুতরাং সকলকে যথা সময় এসে নিজের পছন্দের সিটটি বেঁছে নিতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ওই দিন সম্পূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বনভোজন উপকমিটি তৈরী করা হয়েছে। অনুষ্ঠানের সম্ভাব্য স্পন্সর শাপলা সিটি লিঃ, লন্ডনিয়াম সলিসিটর্স, আর এম এস এস ইউকে লিঃ, লাস্ট মিনিট প্রিন্ট কো ইউকে ও Newslife24.com.