নিরব আহমেদ, গ্রীস থেকে: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করেছে গ্রীস শাখা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষে গ্রীস আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেদী হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং নাইম মাতুব্বরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মিজান।
উক্ত আলোচনা সভা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আব্দুর ইয়াসিন মিয়া দূর্জয়। এছাড়াও বক্তব্য রাখেন রাজু মিয়া, বেলায়েত হোসেন, সজীব আকন, নাইমুর রহমান অনিক, সাউথ হাওলাদার, মেহের আহাম্মেদ মনির, রফিক, বিল্লাল হোসেন, জুবায়ের খান, সুমন আহমেদ ফরহাদ কাজী মেরাজ সহ গ্রীস আওয়ামিলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবানাদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবার ব্রত নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।