নীরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস থেকে:
গ্রীসে ৮৩ বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগে এক পাকিস্তানী কে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়,বৃদ্ধা মহিলাকে তার নিকট আত্মীয়রা ফোন দিয়ে পাচ্ছিলেন না বলে কয়েকজন উদ্বিগ্ন হয়ে মহিলার বাড়িতে গিয়ে দেখেন উনি, বিছানায় ভয়াবহ অবস্থায় ছিলেন এবং মহিলার মাথা এবং দেহে গুরুতর জখম ছিল। অর্ধ উলঙ্গ অবস্থায় উদ্ধার হওয়া ৮৩ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করা হয়েছিল কিনা এ বিষয়ে মেডিক্যাল পরীক্ষার পরেই জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎকরা। এই মুহূর্তে উত্তর-পশ্চিম গ্রিসের ইওনিনা হাসপাতালে প্রবীণ মহিলাটির অবস্থা গুরুতর বলে জানা যায়। তথ্য মতে, আসামি হলেন একজন পাকিস্তানী, যার সাথে মহিলার কাজের সম্পর্ক ছিল। তবে মহিলার ঘরে চুরির কোনও প্রমাণ পাওয়া যায়নি। বৃদ্ধ মহিলার উপর অমানুষিক অত্যাচার এবং কথিত ধর্ষণের অপরাধী এই পাকিস্তানিকে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ ধরে ফেলে।
৪০ বছর বয়সী এই পাকিস্তানী, যাকে বিকেলে প্রসিকিউটরের অফিসে নিয়ে যাওয়া হবে, তিনি এর আগে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন এবং কঠোর শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।
গুরুতর এই ঘটনার অভিযুক্ত পাকিস্তানী ব্যক্তিকে অভিযোগের পরে তার স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে জানা গেছে। তবে ৮৩ বছর বয়সী মহিলাকে ধর্ষণের আগে বা পরে মারধরের কারণ এখনও প্রকাশ করা যায়নি। প্রবীণ মহিলাকে গুরুতর আহত অবস্থায় ইওনিনার একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। আহত এবং উলংগ অবস্থায় মহিলাকে পাওয়ার ফলে, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়ে চিকিৎসকরা পরীক্ষার পরেই জানাবেন। ঘটনাটি পরিষ্কার হলে অপরাধীকে, কমপক্ষে হত্যার চেষ্টা করার অভিযোগে প্রেভেজার কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সের প্রসিকিউটরের কাছে নেওয়া হবে। প্রাথমিকভাবে, ৮৩ বছর বয়সী মহিলাকে প্রেভজার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার অবস্থা খুব গুরুতর বলে পরে তাকে তাকে এপিরাসের রাজধানী ইওনিনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয় ।