নিরব আহমেদ, এথেন্স, গ্রীস: করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় গ্রীসের চলমান দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। এর ফলে আগামী ডিসেম্বরে বড়দিনের উৎসব নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছে।
টানা লকডাউন থাকা সত্ত্বেও করোনা আক্রান্তের হার নিয়ন্ত্রণে রাখতে পারেনি দেশটি। বরং দিন দিন বেড়েই চলেছে মহামারিতে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় অনিশ্চয়তায় বড়দিন উৎসব।
আসছে ডিসেম্বর খ্রীস্টানদের বড়দিন। গ্রীসে প্রথম লকডাউনের কারণে ইস্টার বা পাসখা পালন হয়নি। দোকান-পাট, বিপণিবিতান, শপিংমল সবই বন্ধ ছিল। এখন দ্বিতীয় দফার লকডাউনে পড়ল ক্রীষ্টমাস বা বড়দিন।
গত সোমবার দেশটির উন্নয়ন প্রতিমন্ত্রী নিকোস পাপাথানাসিস বলেন, ‘১ ডিসেম্বরের থেকে আমরা পর্যায়ক্রমে সব কিছু খুলে দেয়ার বিধিমালা প্রণয়নে কাজ করে যাচ্ছি। প্রথমে খুচরা দোকান, রেঁস্তোরা, শপিং সেন্টার সিরিয়াল অনুযায়ী খুলে দেয়া হবে। আমরা নভেম্বরের শেষের দিকে নতুন করণীয় ও পালনীয় কার্যক্রম ঘোষণা করব।’
এদিকে, শুক্রবার সকালে সরকারি মুখপাত্র স্তেলিয়স পেচসাস এর্ট চ্যানেলকে দেয়া এক বক্তব্যে বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের লকডাউনের মধ্যেই থাকতে হতে পারে, খুলবে কিনা তা বাস্তবসম্মত নয়। দ্বিতীয় সপ্তাহ থেকে শিথিল করা হতে পারে, আমরা কোন নির্দিষ্ট সময় বলছি না।’