জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ২ সেপ্টেম্বর ২০১৮ রোববার ভৈরববাসী ইউকের উদ্যোগে গ্রীষ্মের ছুটিতে পরিশ্রান্ত জীবনে বনভোজনের মাধ্যমে পরিবারের সবাইকে নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
সম্পূর্ণ ব্যতিক্রমী এই বর্নাঢ্য বনভোজনে আরমানুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং হাজী জালালুদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুজ্জামান ছোট এবং নাদিবুর রহমান। এতে বক্তৃতা করেন কামরুল আমিন ভুূইয়া, নেকবর মিয়া, আরমান রনি, তানি
অজানাকে জানা এবং অচেনাকে চেনার লক্ষ্যে ও উদ্দেশ্যে যাত্রা শুরু ছিল বাস যুগে, ইরফোরড থেকে ৭৬ মাইল দূরে প্রায় ২ ঘণ্টার মত লাগে পৌছতে । একটু আনন্দ আর একটু বিনোদনে চঞ্চল হওয়া মন মাতিয়ে দিল সাদিয়া এবং তনু সহ বাসের ভিতরে অনেকেরই নাচে আর গানে গানে ।
কোলচেস্টার এবং লন্ডন রোড A12 হয়ে হেয়ার গ্রিন এসে ২০ মিনিট যাত্রা বিরতিতে হালকা খেয়ে আবার পরে সমুদ্র সৈকতে এসে খেলাধুলার মধ্যে ছিল বাচ্চাদের দৌড়, চিত্রাঙ্কণ এবং মহিলাদের বালিশ ছাড়াও বিভিন্ন রকমের রসালো গল্প । দৌড় ঝাপটা, সৈকতে বাচ্চাদের শামুক কুড়ানো আর ক্যামেরা নিয়ে ছবি তুলে আনন্দ ভাগাভাগি করে খাবার খেয়ে শেষ বিকেলে পুরস্কার বিতরণের পরে সবাই আবার যাত্রা শুরু করে বাস যুগে ।
আনন্দ ঘন পরিবেশে কাটল দেশীয় কালচারে আর মেঘবিহীন আকাশের নিচে। যান্ত্রিক সময়ের কাছে হার মেনে শেষ বিকেলে রওয়ানা হল আবার গন্তব্যস্থলে।