নিরব আহমেদ, গ্রীস থেকে: বিশ্ব সুন্নি আন্দোলন গ্রিস শাখার উদ্যোগে ইরানে শিয়াবাদী মূলুকিয়ত কায়েমের দিবস-বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার গ্রীসের রাজধানী এথেন্সে থেকে ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইউরোপ শাখার সভাপতি ড. আল্লামা প্রফেসর কাউসার আমিন এর সভাপতিত্বে গ্রীস শাখার আহ্বায়ক নিরব আহমেদ রুমণ এর পরিচালনায় ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাকশাল প্রতিবাদ সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাত, ফ্রান্স শাখার সভাপতি শাহ এনামুল হাসান মাওলা, যুক্তরাজ্য শাখার মাহমুদা আক্তার শেলী, গ্রীস শাখার সংগঠক মাহমুদুল্লাহ, জসিম আহমেদ, শাহিন শাহজাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা, সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় বক্তাগণ বলেন, কেবলা ভূমি আল-আরবকে বাতিল ওহাবীবাদ মুলুকিয়াত, ইরান-ইরাক কে বাতিল শিয়াবাদি মুলুকিয়ত এবং আল-আকসা কে ইহুদি মূলুকিয়ত থেকে মুক্ত করে দিন মিল্লাত, ইনসানিয়াত রক্ষা করা সব মুমিনের দায়িত্ব।