প্রেস বিজ্ঞপ্তি: গ্রিক কবিতায় অবিস্মরণীয় এক নাম কনস্তানতিন কাভাফি ১৮৬৩ সালের ২৯ এপ্রিল আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন। ২৯ এপ্রিল প্রখ্যাত গ্রিক কবি সি. পি. কাভাপি বিশ্বদিবস হিসেবে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, বিকেল ৪ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে কাঁটাবন সংলগ্ন কবিতা ক্যাফে মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সি. পি. কাভাপি দিবস উদযাপন কমিটির বাংলাদেশ প্রতিনিধি কবি রেজাউদ্দিন স্টালিন।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ড. মাহবুব হাসান, অধ্যাপক আহমেদ রেজা, জনাব মেহবুব হক, কবি শাহীন রেজা, কবি আবদুর রব, কবি কবীর হোসেন তাপস, কবি কামরুল হাসান, কবি সরকার মাসুদ, কবি সৈকত হাবিব, কবি বিনয় বর্মণ, কবি জাকির আবু জাফর।
সি. পি. কাভাফিকে নিবেদিত কবিতা পড়বেন বিশিষ্ট কবিগণ এবং তার কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিজন। উক্ত অনুষ্ঠানে সবাইকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।