হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২২ মে বুধবার এস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্টে গোলাপগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ ওহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন সহ সভাপতি রফিক উদ্দিন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুল বাছিত, সালেহ আহমেদ সালেক, সৈয়দ খালেদ, রাজ্জাক চৌধুরী, মোতাব্বির চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন এবং আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে গোলাপগঞ্জের বিপুল সংখ্যক প্রবাসী গোলাপগঞ্জবাসী ও বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।