শরীফ মিজান, কুয়েত সিটি, কুয়েত: নিষিদ্ধ ৩৪টি দেশ থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।
সরকারি মুখপাত্র তারিক আল মুজরিম স্থানীয় পত্রিকা আরব টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে নিষিদ্ধ ৩৪টি দেশ থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের জন্য প্রস্তাবিত পরিকল্পনার কথা মন্ত্রীপরিষদকে জানানো হয়েছিল। প্রস্তাবনার ভিত্তিতেই বাস্তবায়নের অনুমোদন দিয়েছেন মন্ত্রীপরিষদ।
প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
গত এপ্রিল থেকে কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দর সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় কুয়েত সিভিল অ্যাভিয়েশন। ফলে বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভারতের ১০ হাজার গৃহকর্মী দেশে আটকে পড়েছেন। সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে কর্মস্থলে ফিরে আসতে পারবেন এ সকল গৃহকর্মীরা। এতে করে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান কুয়েত প্রবাসীরা।