সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে: সীতাকুণ্ড গুলিয়াখালী ইয়ং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম বীরমুক্তিযোদ্ধা রেজানুল হক ভাসানী স্মৃতি ট্রফি গুলিয়াখালী সী- বিচ মাঠে আজ বিকাল ৪টায় উদ্ধোধন হয়েছে। উদ্বোধনী খেলায় গুলিয়াখালী ইয়ং স্টার কে ১রানে পরাজিত করে শিবপুর কিং স্টার ক্লাব।
টুর্নামেন্ট চেয়ারম্যান সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ওউপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, ক্রিকেট কমিটির ম্যানেজার ছাত্রনেতা মো: আমজাদ হোসেন এর প্রানবন্ত উপস্হাপনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী মো: খোরশেদ আলম, বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসহাক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারী সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম বিএসসি, আজাদী প্রতিনিধি লিটন চৌধুরী, সি প্লাস প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সমাজসেবিকা সাহেনা আক্তার শানু, টুর্নামেন্ট সমন্বয়কারী রিজভী ও টুর্নামেন্ট সমন্বয়কারী জিয়াউল হোসাইন, সমাজ সেবক শহীদুল ইসলাম, জসীম উদ্দীন মাহমুদ, উদ্বোধনী ম্যাচের দুটো টীমের চেয়ারম্যান এবং ম্যানেজার, প্রতিযোগী ২০ টি টিমের প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
গুলিয়াখালীর কৃতি সন্তান মরহুম রেজানুল হক ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে এ ক্রিকেট টুর্নামেন্ট উৎসর্গ করা। টুর্নামেন্টের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলোয়াত, জাতীয় সংগীত ও বীরমুক্তিযোদ্ধা রেজানুল হক ভাসানী ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লিজেন্ড শ্রমিকনেতা নূর আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়। টুর্নামেন্ট চেয়ারম্যান সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহামদ ইউসুফ খাঁন বলেন, টুর্নামেন্টের এ ধারা চলমান থাকবে যতদিন আমি জীবিত থাকব। তিনি বলেন, খুব শীঘ্রই বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রমিকনেতা নূর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছি। গুলিয়াখালী সী-বিচকে বাংলাদেশসহ বিশ্ববাসীর দৃষ্টিগোচর আনবার জন্যই আমাদের ক্ষুদ্র পরিসরে হলেও বিশাল এ আয়োজন।